ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারকে লাখ টাকা জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারকে লাখ টাকা জরিমানা বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারকে লাখ টাকা জরিমানা

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের ব্যবস্থাপক তপন ঘোষকে একলাখ টাকা জরিমানা করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এপিবিএন-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুর জব্বার মণ্ডল এ অভিযান পরিচালনা করেন।

এপিবিএন-৫ এর অপারেশন্স কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল জানান, নোংরা পরিবেশে অস্বাস্থ্যকর ও মেয়াদোত্তীর্ণ খাবার মজুদ রেখে বিক্রি করার অপরাধে যাত্রাবাড়ীর বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের ব্যবস্থাপক তপন ঘোষকে একল‍াখ টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুর জব্বার মণ্ডল।

ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।