ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৫ বছরেও বিচার শুরু হয়নি ৪৯২ বন্দির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
৫ বছরেও বিচার শুরু হয়নি ৪৯২ বন্দির সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক-ছবি-বাংলানিউজ

ঢাকা: দেশের বিভিন্ন কারাগারে ৪৯২ জন বন্দি আছেন, যাদের ৫ বছরেও বিচার প্রক্রিয়া শুরু হয়নি। আর ১০ বছরেও বিচার প্রক্রিয়া শেষ হয়নি এমন বন্দি আছেন প্রায় ১০-১২ জন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) কারা অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন।

বিনা বিচারে কতজন কারাগারে আছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিনা বিচারে বলা যাবে না, কারণ সবারই বিচার প্রক্রিয়া চলছে।

বলা যায়, বিলম্বিত বিচার প্রক্রিয়া। বিভিন্ন কারণে তাদের বিচার প্রক্রিয়া আটকে আছে।

শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গিদের বিচারিক প্রক্রিয়া পরিচালনার জন্য ভিডিও কনফারেন্স পদ্ধতি চালু করা হচ্ছে বলেও জানান তিনি।

ইফতেখার উদ্দীন বলেন, বিষয়টি আইন মন্ত্রণালয় থেকে তদারকি করা হচ্ছে। ঠিক কবে থেকে ভিডিও কনফারেন্স পদ্ধতি চালু হবে সেটা আইন মন্ত্রণালয় জানে। আগামী মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
পিএম/আরআর/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।