ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আত্রাইয়ে জেএমবি সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
আত্রাইয়ে জেএমবি সদস্য গ্রেফতার

নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলা থেকে বাংলা ভাইয়ের সহযোগী জেএমবি সদস্য আইচান আব্দুল্লাহকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেল স্টেশনের ভরতেঁতুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আইচান উপজেলার নওদুলি গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বাংলানিউজকে বলেন, আইচান আব্দুল্লাহর বিরুদ্ধে থানায় একটি হত্যাসহ দু’টি মামলা রয়েছে। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। সকালে গোপন সংবাদে ভিত্তিতে  ভরতেঁতুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে তাকে নওগাঁ কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।