ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নবাবগঞ্জে আটক ৬ নারী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
নবাবগঞ্জে আটক ৬ নারী কারাগারে

দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ছয় নারীসহ এক যুবককে আটকের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে দুপুরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শিবরামপুর গ্রামের মশফিকুর রহমানের স্ত্রী রাবেয়া সুলতানা (৩৮), হেলেঞ্চা গ্রামের আবু তাহেরের স্ত্রী জামেনা বেগম (৪০), পূর্ব ফতেপুর গ্রামের এরশাদ আলীর স্ত্রী রহিমা খাতুন (২২), রঘুন্দনপুর (কাঁঠালপাড়া) গ্রামের আবুল হোসেনের স্ত্রী মৌলিদা (৪৫), বগুড়া জেলার গাবতলী থানার রামেশ্বরপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী রাবেয়া বাসরী (২৭), ভাদুরিয়া ইউনিয়নের মহেশপুর গ্রামের ইউনুছ আলীর স্ত্রী মাসুমা (৫৬) ও বগুড়া জেলার গাবতলী থানার রামেশ্বরপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে আব্দুল আজিজ (৪৫)।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, স্থানীয় হেলেঞ্চা আলিম মাদ্রাসা মাঠে প্রশাসনের অনুমতি ছাড়া এক গোপন বৈঠক চলছে, এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিকেলে আদালতে পাঠানো হয়।

দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক হোসেন সোহরয়ারদী বাংলানিউজকে জানান, রাতে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad