ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাজাহানপুরে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
শাজাহানপুরে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় একটি ইট ভাটায় মাটি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফারুক (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে পিকআপ ভ্যান চালক রুবেল (১৮)।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খোট্টাপাড়া এলাকায় অবস্থিত একটি ইট ভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক উপজেলার সুজাবাদ সারিয়াকান্দিপাড়ার আমিনুল ইসলামের ছেলে।

সে পেশায় পিকআপ ভ্যানের হেলপার।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গফুর বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, চালক মাটি ঢালতে গিয়ে অসতর্ক অবস্থায় সুইচ চাপলে হাইড্রোলিক পিকআপ ভ্যানটির বডি উপরে উঠে যায়। এ সময় হাই ভোল্টেজের বৈদ্যুতিক তারে জড়িয়ে যায় পিকআপ ভ্যানটির বডি।

এতে পুরো গাড়ি বিদ্যুতায়িত হয়ে পড়লে ভেতরে থাকা সহযোগী ফারুক ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন পিকআপ ভ্যানের চালক রুবেল।

বর্তমানে চালক রুবেল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান এসআই আব্দুল গফুর।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এমবিএইচ/জিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।