ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কেরানীগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
কেরানীগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে আব্দুর রহমান (২৫) নামে মাদকাসক্ত এক ছেলেকে পুলিশে দিলেন বাবা মহসিন শিকদার। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে  ২ বছরের কারাদণ্ডাদেশ দেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)
কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমান জুমন।

এসময় তাকে সহযোগিতা করেন ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ফজলুল হক, রাকিব হাসান চয়ন ও কেরানীগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।

পারভেজুর রহমান জুমন বাংলানিউজকে বলেন, আমাদের কাছে অভিযোগ আসে, মডেল থানার গোয়ালখালী এলাকার মাদকসেবী আব্দুর রহমান নেশার টাকা না পেয়ে তার বাবাকে মারধর করে। একপর্যায়ে বাড়ি ঘরে আগুন দেওয়ার চেষ্টা করে সে। পরে তার বাবার অভিযোগের ভিত্তিতে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ২ বছরের কারাদণ্ডাদেশ দিয়ে তাকে জেলহাজতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।