ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের আসন কমানোর প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের আসন কমানোর প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের আসন কমানোর প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃনগর ট্রেনের আসন কমানোর প্রতিবাদে মানববন্ধন করেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন প্লাটফর্মে এ মানববন্ধন হয়।

এসময় ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেনের আসন সংখ্যা বাড়ানোর দাবিতে অনেকের মধ্যে বক্তব্য রাখেন- মিনহাজ উদ্দিন মামুন, আরিফুল ইসলাম, শাহাদাত হোসেন, তানভীর ইসলাম, আবদুর রহমান মায়া ও মো. আসিফ।

বক্তারা বলেন, যাত্রী সংখ্যার দিক থেকে সারাদেশে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের অবস্থান তৃতীয়। আর টিকিট বিক্রির দিক থেকে এটি দ্বিতীয় বৃহত্তম। প্রতিদিন শতাধিক যাত্রী এ স্টেশন থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে।

কিন্তু সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া থেকে আন্তঃনগর ট্রেনের আসন সংখ্যা কমানো হয়েছে। আগে আন্তঃনগর ট্রেনের আসন সংখ্যা ছিল ৬৮৪, কিন্তু বর্তমানে আসন সংখ্যা কমিয়ে করা হয়েছে ৪৫০। যা কোনোভাবেই কাম্য নয়। তাই সাতদিনের মধ্যে আন্তঃনগর ট্রেনের আসন সংখ্যা বাড়ানো না হলে রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।