ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

৩ ভাই-বোনকে শ্বাসরোধ করে মারলো ভাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩০, ফেব্রুয়ারি ২১, ২০১৭
৩ ভাই-বোনকে শ্বাসরোধ করে মারলো ভাই

নরসিংদী: নরসিংদীর মেঘনা নদীর চরে বড় ভাইয়ের হাতে খুন হয়েছে দুই বোন ও এক ভাই। হত্যাকাণ্ডের শিকার তিন শিশু হলো- ইয়াসিন (১০), মেয়ে মরিয়ম (০৭) ও মাহিয়া (০৫)।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাতে সদর উপজেলার আলোকবালীর পূর্বপাড়া গ্রামে এ নির্মম হত্যাকাণ্ড ঘটে।

খুন হওয়া তিন শিশু পূর্বপাড়া গ্রামের আবু কালাম মিয়ার সন্তান।

আর হত্যাকাণ্ডে অভিযুক্ত তার ছেলে রুবেল মিয়া (২২)। তার ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে আতিকুর রহমান নামে কালামের আরও এক সন্তান।

বর্বর এ হত্যাকাণ্ডের পর থেকে পলাতক রয়েছে রুবেল মিয়া।

এলাকাবাসী বাংলানিউজকে জানায়, পারিবারিক বিরোধের জের ধরে রুবেল তার ছোট তিন ভাই-বোনকে শ্বাসরোধ করে মারে। বাধা দিতে এলে ঘাতক রুবেল আতিকুরকেও কুপিয়ে আহত করে।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সালাউদ্দিন সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে, তা এখনও নিশ্চিত নয়।  

বাংলাদেশ সময়: ০৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭/আপডেট ০৯১৪ ঘণ্টা
আইএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।