ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে সপ্তাহব্যাপী গ্রন্থমেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
ফেনীতে সপ্তাহব্যাপী গ্রন্থমেলা

ফেনী: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেনী জেলা প্রশাসনের আয়োজনে সাত দিনব্যাপী গ্রন্থমেলা শুরু হয়েছে।

জেলা প্রশাসক মো. আমিন উল আহসান প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক দেবময় দেওয়ান, এডিএম শারমিন জাহান, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবসার জাবের প্রমুখ।

শহরের পিটিআই মাঠে মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি থেকে সোমবার, ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা। প্রতিদিন বিকেল ৪টা থেকে শুরু হয়ে সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাত ৮টায় শেষ হবে।

মেলায় ২৮টি স্টল রয়েছে। এর মধ্যে ২০টি স্টল বই, ১টি ইসলামিক ফাউন্ডেশন, ১টি জেলা শিশু একাডেমি, ১টি খাবার ও ৫টি কুটির শিল্পের স্টল।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।