ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় চোরাই গরুসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
বগুড়ায় চোরাই গরুসহ আটক ৩ বগুড়ায় চোরাই গরুসহ আটক ৩/ ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার সাধরা গ্রামে অভিযান চালিয়ে পাঁচটি চোরাই গরুসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার গোহাইল ইউনিয়নের একটি বাড়ি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গরু চোরদের আটকে সহযোগিতা করেন ইউনিয়নের চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজুর।


 
আটকরা হলেন‍- মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ভাকুম গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আমিনুর রহমান (৩৮), শাজাহানপুর উপজেলার সাধরা গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে আব্দুল করিম (৪৫) ও নন্দীগ্রাম উপজেলার ফারুক (৩৫)।
 
চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু বাংলানিউজকে বলেন, বেলা আড়াইটার দিকে জামাদারপুকুর স্ট্যান্ড এলাকায় একটি হোটেলে দুপুরে খাওয়ার সময় জানতে পারি সাধরা গ্রামের আব্দুল করিমের বাড়িতে ট্রাকে করে কয়েকটি গরু আনা হয়েছে। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গরুসহ তাদের আটক করে থানায় আনা হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাছউদ চৌধুরী বাংলানিউজকে জানান, উদ্ধার করা গরুগুলো চোরাই। তবে গরুগুলোর মালিকানা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মালিক খুঁজে বের করার চেষ্টা চলছে।
 
বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এমবিএইচ/আরআইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।