ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাজিতে ৮ কেজি শসা খেয়ে মিললো স্মার্টফোন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
বাজিতে ৮ কেজি শসা খেয়ে মিললো স্মার্টফোন

সৈয়দপুর (নীলফামারী):  বাজিতে আট কেজি শসা খেয়ে একটি স্মার্টফোন এবং পাঁচ হাজার টাকা জিতে নিয়েছেন ভুট্ট বিশ্বাস (৩০) নামে এক সেলুন ব্যবসায়ী।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) নীলফামারীর ডিমলায় এ ঘটনা ঘটে।

উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের উত্তর খড়িবাড়ী গ্রামের কাল্টু বিশ্বাসের ছেলে ও সেলুন ব্যবসায়ী ভুট্ট বিশ্বাস মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার টুনিরহাটে এলাকার প্রয়াত মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের ছোট ছেলে ফরিদুল ইসলামের সঙ্গে বাজি ধরে ৮ কেজি শসা খেয়ে ফেলে।

পরে বিকেলে তাকে একটি স্মার্টফোন ও ৫ হাজার টাকা দেন ফরিদুল ইসলাম।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি মাজেদুর রহমান বুলু, তবিবর রহমান, বিশিষ্ট সমাজ সেবক সামিউর গানী চন্দন, সারোয়ার রহমান কাজলসহ অনেক স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।