ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভান্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
ভান্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার ভিটাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মেহেদী ওই গ্রামের আব্দুল খালেক মুন্সীর ছেলে।

সে ভিটাবাড়িয়া জামেয়া-ই-উম্মুল কুরআন দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, বিকেলে মেহেদী মুন্সীবাড়ির পাশের খালে বাঁশের মাথায় বৈদ্যুতিক তার লাগিয়ে মাছ শিকার করছিলো। এসময় অসাবধানতাবসত সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা মেহেদীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফখরুল ইসলাম মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।