ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
 মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত

সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মুক্তিযুদ্ধে ৩০ লাখ বাঙালি শহীদ হওয়ার বিষয়টি জাতীয় ও আন্তর্জাতিকভাবে
স্বীকৃত। এ নিয়ে কোন বিভ্রান্তির সুযোগ নেই।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা গান্ধাইল ইউনিয়নে বিভিন্ন উন্নয়মূলক কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শহীদদের সংখ্যা নিয়ে খালেদা জিয়া যে মন্তব্য  করেছেন তা অমার্জনীয়।

তার এ বক্তব্য শহীদদের প্রতি অশ্রদ্ধার শামিল। এমন বিভ্রান্তিকর বক্তব্যের জন্য জাতির কাছে তার ক্ষমা চাওয়া উচিত।

নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপি অহেতুক ধুম্রজাল সৃষ্টি করছে উল্লেখ করে নাসিম বলেন, রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টির জন্য বিএনপি এই কাজ করছে। এর কোন ভিত্তি নেই। সংসদীয় গণতন্ত্রের দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

সেই নির্বাচনে উন্নয়নের জন্য জনগণ শেখ হাসিনা এবং তাঁর দলকেই ভোট দেবে। ভাল কাজের মূল্যায়ন করবে জনগণ।

তিনি বলেন, বিএনপি তাদের অস্তিত্ব রক্ষার কারণেই আগামী নির্বাচনে অংশ নিতে বাধ্য হবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে মন্ত্রী কাজিপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ৫২-র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর আর্ন্তজাতিক ভাষা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad