ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রূপগঞ্জে ৫ যুবককে কুপিয়ে জখম

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
রূপগঞ্জে ৫ যুবককে কুপিয়ে জখম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিপক্ষের লোকজন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছেলেসহ পাঁচ যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভুলতা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সূর্য, রিফাত, সুমন, চঞ্চল ও শুভ।

তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সূর্যের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শিলা রানী পাল বাংলানিউজকে জানান, ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে তার ছেলে সুর্যসহ তার বন্ধুরা ভুলতা আমবাগানে এক অনুষ্ঠানের আয়োজন করে। বিকেলে ওই অনুষ্ঠানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী স্থানীয় কালু, রুবেল, জুয়েল, ইসমাইল, জহিরুল, ওবাইদুল, রিপন, হাবিবুল্লাহ, সবুজসহ সন্ত্রাসীরা রামদা ও চাপাতি নিয়ে তাদের ওপর হমলা চালায়। এসময় সন্ত্রাসীরা সূর্য, রিফাত, সুমন, চঞ্চল ও শুভকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।

এছাড়া এ নিয়ে থানা-পুলিশ করলে তার পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলেও হুমকি দেয় সন্ত্রাসীরা।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও ইন্সপেক্টর শহিদুল আলম বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।