ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ইছাপুরা গ্রামে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে।

আহতদের মধ্যে সাদ্দাম, সোহেল, মঞ্জু মিয়া, শরীফ মিয়া, নুরুল ইসলাম, সাইফুল ইসলাম, এনায়েত মিয়াসহ অন্তত ১৫ জন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ইছাপুর গ্রামের প্রয়াত ইদ্রিস মেম্বারের গোষ্ঠীর দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। টাকা দেনা-পাওনাকে কেন্দ্র করে সম্প্রতি বিরোধ চরম আকার ধারণ করে। এ বিরোধ মেটাতে গ্রামের মাতাব্বর মঙ্গলবার নিজেদের মধ্যে আলোচনায় বসেন। এরই মধ্যে একিন আলীর লোকজনের সঙ্গে আক্কাছ আলীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর জানান, পাওনা টাকা নিয়ে বিরোধে এ গোষ্ঠীর দু’টি পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। তবে বিকেল ৩টা পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি।

বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে। তবে ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad