ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলায় অচ্যুতানন্দ ব্রহ্মচারীর তিরোধান উৎসব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
ভোলায় অচ্যুতানন্দ ব্রহ্মচারীর তিরোধান উৎসব

ভোলা: ভোলার তজুমদ্দিনে ধর্মীয় ভাবগাম্ভার্যের মধ্যদিয়ে চলছে শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারীর ১৮তম তিরোধান উৎসব।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) উৎসবের দ্বিতীয় দিনে সকাল থেকেই উপজেলার আড়ালিয়া গ্রামে উৎসব প্রাঙ্গনে দর্শনার্থী ও পূর্নার্থীদের ভিড় লক্ষ করা গেছে।

আয়োজকরা জানিয়েছেন, সারাদেশের মধ্যে এটি সবচেয়ে বড় কোনো ধর্মীয় উৎসব।

যেখানে বিভিন্ন জেলা এমনকি ভারত থেকেও ভক্তদের আগমন ঘটে।
 
এদিকে, যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকায় কিছুটা বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে ভক্তদের। তবে পূণ্যলাভের আশায় আগত দর্শনার্থীরা বেশ সন্তুষ্ট।    

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। তবে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ভোর রাত পর্যন্ত মহানাম যজ্ঞানুষ্ঠান চলবে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
আরবি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।