ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুন্সীগঞ্জে বয়লার বিস্ফোরণে স্কুলছাত্র নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
মুন্সীগঞ্জে বয়লার বিস্ফোরণে স্কুলছাত্র নিহত

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ফিরিঙ্গীবাজার এলাকায় রাইস মিলে বয়লার বিস্ফোরণে মো. রাব্বি (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নবী রাইস মিলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

মো. রাব্বি একই এলাকার আবু কাশেমের ছেলে।

সে মিরকাদিম বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে রাব্বি নিজেদের ঘরে লেখাপড়া করছিল। এসময় পাশের নবী রাইস মিলের বয়লার বিস্ফোরিত হয়ে ধ্বংসাবশেষ তাদের ঘরের ওপর পড়ে। এসময় ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রাব্বি মারা যায়।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী বাংলানিউজকে জানান, সন্ধ্যা ৭টার দিকে নবী রাইস মিলের বয়লারের গরম তুশ রাখার ট্যাংক বিস্ফোরিত হয়। এর নিচে চাপা পড়ে রাব্বি নিহত হয় এবং তার বাবা ও মা আহত হন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, রাইস মিলের মালিক ইমরান পলাতক। তাকে আটক করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।