ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

খুলনার শহীদ মিনারে ভাষাশহীদদের ফুলেল শ্রদ্ধা

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
খুলনার শহীদ মিনারে ভাষাশহীদদের ফুলেল শ্রদ্ধা খুলনার শহীদ মিনারে ভাষাশহীদদের ফুলেল শ্রদ্ধা। ছবি: মানজারুল ইসলাম

খুলনা: ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে খুলনার কেন্দ্রীয় শহীদ মিনারে জনস্রোত নেমেছে। 

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিটের পর) শুরু হয় মহানগরীর শহীদ হাদিস পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো।

কালো ব্যাজ ধারণ করে আসা সর্বস্তরের মানুষের হাতে দেখা যায় ফাগুনে ফোটা রঙিন ফুলের স্তবক, কণ্ঠে বিষাদমাখা চিরচেনা গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি...।

একুশের প্রথম প্রহর থেকেই শহীদ মিনারে মুক্তিযোদ্ধা সংসদ, স্থানীয় সংসদ সদস্যরা, খুলনা বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, খুলনা প্রেস ক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা, খুলনা জেলা আইনজীবী সমিতিসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে থাকেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও।

বাংলাদেশ সময়: ০৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এমআরএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।