ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মৌলভীবাজারে সন্ধ্যায় মাঝারি ধরনের বৃষ্টি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
মৌলভীবাজারে সন্ধ্যায় মাঝারি ধরনের বৃষ্টি

মৌলভীবাজার: ফ্লাগুনের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে মৌলভীবাজার জেলার বিভিন্ন জায়গায় হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে।





সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৃষ্টি শুরু হয়ে ধীরে ধীরে বাড়তে থাকে। এতে শুষ্ক আবহাওয়া ও ধ‍ুলাবালির সাময়িক অবসান ঘটে।



বৃষ্টির কারণে শীতকালীন সবজি ও ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। তবে আবহাওয়া অধিদফতর বলছে, বৃষ্টিতে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। বরং নতুন আমের মুকুল ও গ্রীষ্মকালীন ফসলের জন্য উপকার হবে।

এদিকে, জেলার বিভিন্ন এলাকায় তাপমাত্রা ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসে ওঠা-নামা করছে। তবে বৃষ্টির কারণে শীত একটু বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অধিদফতর।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এজি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ