ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে ৪৫ মণ জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে ৪৫ মণ জাটকা জব্দ

চাঁদপুর: চাঁদপুরে মেঘনার মোহনায় অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ এমভি গাজী সালাউদ্দিন থেকে ৪৫ মণ জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ। এ সময় আটক লঞ্চের মাস্টার মো. ফারুক (৪৫) ও কেবিন বয় মনির জমাদারকে (২২) পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম।  

জব্দকৃত জাটকাগুলো এসময় জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এতিমখানা, মাদ্রাসা ও গরিবদের মধ্যে বিতরণ করা হয়।

 

এর আগে রোববার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলামের নেতৃত্বে মেঘনার মোহনায় অভিযান চালিয়ে জাটকাসহ ওই দু’জনকে আটক করা হয়।  

চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় দক্ষিণাঞ্চল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা এমভি গাজী সালাউদ্দিন লঞ্চে তল্লাশি চালিয়ে ৩০ ড্রাম ও দুই ঝুড়িতে থাকা জাটকা জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।