ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আদিতমারীতে ৭ জুয়াড়ির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
আদিতমারীতে ৭ জুয়াড়ির কারাদণ্ড আদিতমারীতে ৭ জুয়াড়ির কারাদণ্ড

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারীতে প্রকাশ্যে জুয়া খেলার দায়ে সাত জুয়াড়িকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের আনছার আলীর ছেলে আব্দুল কুদ্দুস (২৪), একই গ্রামের জরিপ উদ্দিনের ছেলে ছকমল হোসেন (৪৫), আব্দুল আজিজের ছেলে রবিউল ইসলাম (২৩), রমাকান্তের ছেলে সর্বানন্দ (২৫), আজিজুল হকের ছেলে শাহজালাল (২৪), ফজলুল হকের ছেলে আব্দুর রাজ্জাক (২৯) ও মনসুর আলীর ছেলে একরামুল হক (৩৯)।

আদিতমারী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, এদিন সকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে টেপারহাট এলাকায় অভিযান চালায়। এসময় প্রকাশ্যে জুয়া খেলা অবস্থায় সাত জুয়াড়িকে হাতেনাতে আটক করে পুলিশ।

পরে দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাদের সাতদিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বাংলানিউজকে জানান, সাত জুয়াড়িকে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এজি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad