ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাহজালালে ১২টি সোনার বারসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
শাহজালালে ১২টি সোনার বারসহ আটক ১ শাহজালালে ১২টি সোনার বারসহ আটক ১/ছবি-সংগৃহীত

ঢাকা: হযরত শাহজালাল আন্তজাতিক বিমানবন্দর থেকে ১২টি সোনার বারসহ রাসেল খান (৩২) নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মঈনুল খান জানান, আর্চওয়ে দিয়ে হেঁটে যাওয়ার সময় তার শরীরে সোনার বার থাকার বিষয়টি ধারণা করা হয়। মেটাল ডিটেক্টরেও সিগ্যানাল পাওয়া যায়।

রাসেলের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়।

তিনি বলেন, জব্দ করা প্রতিটি বারের ওজন ১০ তোলা। মোট ১.৩৯ কেজি সোনার দাম ৬৫ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী দুবাই থেকে আসা কোনো যাত্রী সোনার বারগুলো সিটে রেখে যায়। রাসেল প্লেনে উঠে সোনার বারগুলো খেয়ে ফেলে।

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি০৪৮ ফ্লাইটের ১১বি নম্বর সিটে চট্টগ্রাম হয়ে ঢাকা আসেন রাসেল। ফ্লাইটটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসার পথে ডোমেস্টিক যাত্রী হিসেবে প্লেনে ওঠেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এসজে/এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad