ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রায়পুরে কারেন্ট জালসহ মাইক্রোবাস চালক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
রায়পুরে কারেন্ট জালসহ মাইক্রোবাস চালক আটক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে একটি মাইক্রোবাস থেকে প্রায় ২০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসময় ওই মাইক্রোবাসের চালক রাসেলকে (১৮) আটক করেছে পুলিশ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরকাছিয়া এলাকা থেকে অবৈধ কারেন্ট জালসহ মাইক্রোবাস চালককে আটক করা হয়। আটক রাসেল বরিশাল জেলার বাসিন্দা মো. ইউনুসের ছেলে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, নদী পথে জালগুলো বরিশাল নেওয়ার জন্য মাইক্রোবাসে করে চরকাছিয়া এলাকায় মেঘনার পাড়ে আনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জালগুলো জব্দ ও গাড়ি চালককে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।