ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরগুনায় যাত্রী হয়রানির প্রতিবাদে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
বরগুনায় যাত্রী হয়রানির প্রতিবাদে মানববন্ধন যাত্রী হয়রানির প্রতিবাদে মানববন্ধন

বরগুনা: বরগুনার বাস মালিকদের স্বেচ্ছাচারিতা, অবৈধভাবে রুট দখল, অতিরিক্ত ভাড়া আদায়সহ যাত্রী হয়রানির প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে টাউনহল চার রাস্তার মোড়ে নির্দিষ্ট স্থানে বাস টার্মিনাল স্থাপন ও যাত্রীদের হয়রানির প্রতিবাদ এবং শ্রমিক অধিকার নিশ্চিত করার দাবিতে বরগুনা যাত্রী অধিকার রক্ষা কমিটি ও সিটিজেন জার্নালিস্ট টিম ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে।

বরগুনা যাত্রী অধিকার রক্ষা কমিটির বক্তারা বলেন, যেসব গরীব ছেলেরা আগে রাস্তায় ঘুরতো তারা কিস্তিতে মোটরসাইকেল কিনে ভাড়ায় চালিয়ে সংসার চালাতো।

তাদের রোজগার বাস মালিকদের অন্যায় দাবির কারণে বন্ধ। তাছাড়া বাস মালিকদের স্বেচ্ছাচারিতার কারণে সকালে বরগুনা থেকে বাস ছাড়লে বরিশাল পৌঁছায় ১২টায়।

এ ধরনের বাস মালিকদের সিন্ডিকেটের অবসান ঘটাতে মানববন্ধন কর্মসূচিতে বরগুনার সুশীল সমাজ, শ্রমিক, তরুণ, যুব সমাজসহ ভুক্তভোগী সব সাধারণ মানুষ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।