ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যুবলীগ কর্মী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান ও সদস্য কারাগারে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
যুবলীগ কর্মী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান ও সদস্য কারাগারে

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় যুবলীগ কর্মী লিটন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বড়মাছুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ সভাপতি নাসির হাওলাদার এবং গুলিশাখালী ইউপি সদস্য ও যুবলীগ নেতা জুনায়েদুর রহমান জুয়েলকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারা হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক বেল্লাল হোসেন জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২৫ জুলাই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবলীগ কর্মী লিটন পণ্ডিত মারা যান।

হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান নাসির হাওলাদার দীর্ঘ দিন ধরে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে হাজির না হয়ে আত্মগোপনে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।