ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তারেক মাসুদ-মিশুক মুনীর মামলার রায় ২২ ফেব্রুয়ারি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
তারেক মাসুদ-মিশুক মুনীর মামলার রায় ২২ ফেব্রুয়ারি

মানিকগঞ্জ: মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ ৫ জন নিহতের মামলার রায় ২২ ফেব্রুয়ারি দেওয়া হবে বলে নির্ধারণ করেছে আদালত।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে দু’পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলমাহমুদ ফাইজুল কবীর রায় ঘোষণার এই দিন নির্ধারণ করেন।

এসময় মামলার একমাত্র আসামি বাসচালক জামির হোসেন উপস্থিত
ছিলেন।

তার জামিন আদেশ বহাল রেখেছে আদালত।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি দু’পক্ষের যুক্তিতর্কের জন্য দিন নির্ধারণ
থাকলেও, রাষ্ট্রপক্ষ সময় প্রার্থনা করেন। মামলায় রাষ্ট্রপক্ষের মোট ২৪ জন এবং আসামিপক্ষের দুইজন সাফাই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ ৫ জন নিহত হন। এ ঘটনায় ঘাতক বাস চুয়াডাঙ্গা ডিলাক্সের চালক জামির হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।