ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরগুনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
বরগুনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার বরগুনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

বরগুনা: বরগুনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে বরগুনা জেলা প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নেয় বরিশাল, পটুয়াখালী ও বরগুনা জেলা বাস মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে বরগুনার পরিবহনগুলো ছেড়ে যাচ্ছে বরিশাল, ঢাকাসহ বিভিন্নস্থানের উদ্দেশ্যে।

পরিবহনের পাশাপাশি চলতে শুরু করেছে বরগুনার অভ্যন্তরীণ রুটের বাস।

এর আগে ১৬ ও ১৭ ফেব্রুয়ারি বরিশাল, পটুয়াখালী ও বরগুনা জেলা বাস মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।

**বরগুনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

বাংলাদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad