ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুর্ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
দুর্ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ

দিনাজপুর: দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রোগীর জন্য ওষুধ আনতে গিয়ে নাবিল পরিবহনের একটি নৈশকোচের ধাক্কায় মোসলেমা খাতুন (৫০) নামের এক নারী আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিমেক হাসপাতালে ভর্তি করেন। 

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাত দশটার দিকে দুর্ঘটনাটি ঘটে।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনতা হাসপাতালের সামনে গতিরোধক নির্মাণের দাবিতে দিনাজপুর-ঢাকা মহাসড়কে অগ্নিসংযোগ করে অবরোধ করেন।

 

অবরোধের ফলে দিমেক হাসপাতালের দু’পাশে আটকা পড়ে শত শত যানবাহন। প্রায় আধঘণ্টা পর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।  

দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. ফকরুল ইসলাম বাংলানিউজকে জানান, বর্তমানে দিনাজপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আহত নারী দিমেক হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ০২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।