ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

গোয়ালন্দে চোলাই মদসহ চার মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৭, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
গোয়ালন্দে চোলাই মদসহ চার মাদক ব্যবসায়ী আটক

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে ১৮০ লিটার চোলাই মদসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্য‍াপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের দুই নম্বর কোম্পানির ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন এ তথ্য জানান ।

আটককৃতরা হলেন- গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া শয়দাল পাড়ার মো. হাসেম সরদারের ছেলে মো. লিটন সরদার (২৫), সোহরাব মণ্ডল পাড়ার মো. মজিবর শেখের ছেলে মো. রাজু শেখ (২২), গুচ্ছগ্রামের মো. খালেক সরদারের ছেলে মো. শাহীন সরদার (৩০) ও এবাদ আলী মিস্ত্রী পাড়ার মৃত খলিল জোয়ারদারের ছেলে মো. মোহন জোয়ারদার (৩০)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুরে গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া সাইনবোর্ড এলাকায় ৠাব সদস্যরা অভিযান চালায়। এসময় সাইনবোর্ড এলাকার বাবু সরদারের চায়ের দোকানের সামনে থেকে ১৮০ লিটার চোলাই মদসহ চার জনকে আটক করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।