ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
নীলফামারীতে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

নীলফামারী: নীলফামারীতে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) সকালে ছমির উদ্দীন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান।

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহম্মদ আহসান হাবিব প্রমুখ।

এ বছর মেলায় বিভিন্ন স্কুল, কলেজ, বিজ্ঞান ক্লাব ও সংগঠনসহ ২৪টি প্রতিষ্ঠান স্টল অংশ নিয়েছে।

মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।