ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দেবিদ্বারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
দেবিদ্বারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধানগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সাইফুল উপজেলার মোহাম্মদপুর গ্রামের নির্মাণ শ্রমিক ঠিকাদার জাহাঙ্গীর হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে রাধানগর গ্রামের তফাজ্জল হোসেন ভূইয়ার বাড়িতে গৃণ নির্মাণের কাজ করছিলেন।

তিনি বিদ্যুৎ চালিত সেচ পাম্পে চালাতে গেলে পাশে থাকা তারে হাত লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর দায়িত্বরত ডিজিএম (টেকনিক্যাল) ইউসুফ আলী বাংলানিউজকে জানান, অবৈধ বিদ্যুৎ লাইন স্থাপনের অপরাধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।