ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে বিলবোর্ডের প্যানাফ্লেক্স জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
সিলেটে বিলবোর্ডের প্যানাফ্লেক্স জব্দ

সিলেট: আবারও অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান শুরু করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

সোমবার (২৩ জানুয়ারি) সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নগরীর তালতলা পয়েন্ট সংলগ্ন একটি মার্কেটের উপর থেকে ৪শ’ ৫০ স্কয়ার ফুটের একটি বিলবোর্ড এবং নগরীর শেখঘাটের জিতু মিয়ার পয়েন্ট সংলগ্ন একটি মার্কেটের পাশে থেকে ৭শ’৫০ স্কয়ার ফুটের আরেকটি অবৈধ বিলবোর্ডের প্যানাফ্লেক্স জব্দ করেন।

সিসিকের রাজস্ব শাখা সূত্র জানায়, সিসিক কর্তৃপক্ষ মহানগরীতে স্থাপিত অবৈধ ও অনুমোদনহীন বিলবোর্ডের তালিকা প্রণয়ন করেছে।

সেই মোতাবেক পর্যায়ক্রমে সব ওয়ার্ডে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন স্থানে বিলবোর্ডের অবকাঠামোও অপসারণ করা হয়েছে। যেসব বিলবোর্ডের প্যানাফ্লেক্স জব্দ করে বাজেয়াপ্ত করা হয়েছে, সেইসব বিলবোর্ডের অবকাঠামোও পর্যায়ক্রমে অপসারণসহ আইনানুগ সব ব্যবস্থা নেবে সিটি করপোরেশন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুজ্জামান বাংলানিউজকে বলেন, যারা অনুমোদনহীন বিলবোর্ড স্থাপন করেছেন এবং সরকার নির্ধারিত কর পরিশোধ করেননি, তাদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এনইউ/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।