ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধুনটে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৪ আসামি কারাগারে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
ধুনটে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৪ আসামি কারাগারে

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় স্বামী-স্ত্রীসহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৪ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার (২২ জানুয়ারি) দুপুর ১টার দিকে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- ধুনট উপজেলার চিথুলিয়া গ্রামের আবুল কাসেম (৪৫) ও তার দুই স্ত্রী বুলবুলি খাতুন (৩৩), আর্জিনা খাতুন (২৪) এবং একই উপজেলার রাঙামাটি গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী গোলাপি খাতুন (২৫)।  

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত চার আসামির বিরুদ্ধে ২০১৬ সালের ডিসেম্বরে বগুড়া আদালতে পিটিশন মামলা দায়ের করা হয়।

কিন্তু আদালতে হাজিরা না দেওয়ায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। পরে রোববার সকাল ১১টার দিকে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।