ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তুরাগে বাকপ্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
তুরাগে বাকপ্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর তুরাগে আকবর (২৮) নামে বাকপ্রতিবন্ধী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ।

রোববার (২২ জানুয়ারি) দুপুর ২টার দিকে খবর পেয়ে পুলিশ ১৫ নম্বর সেক্টর এলাকায় একটি মৎস খামারের পাশে বালুচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

আইনি সব প্রক্রিয় শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়নাতদন্তের জন্য আকবরের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তুরাগ থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা (ওসি) মাহাবুবে খুদা বাংলানিউজকে বলেন, আমরা জানতে পারি মৃত আকবর বাকপ্রতিবন্ধী ছিলেন। তিনি ওই এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করে বালুচাপা দিয়ে রাখে দুর্বৃত্তরা।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি মাহাবুবে খুদা।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এজেডএস/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।