ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাবিতে ফারসি ভাষা শিক্ষা কোর্স চালু

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
রাবিতে ফারসি ভাষা শিক্ষা কোর্স চালু রাবিতে ফারসি ভাষা শিক্ষা কোর্স চালু

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফারসি ভাষা শিক্ষা কোর্স চালু হয়েছে।

রোববার (২২ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমপ্লেক্সে এ কোর্সের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

পাঁচ দিনব্যাপী এ কোর্সে বিভাগের ১০ জন শিক্ষক এবং পিএইচডি, এমফিল ও মাস্টার্স পর্যায়ের ৩০ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। ইরানের দুই জন ফারসি ভাষাবিশারদ কোর্সে পাঠদান করবেন।

এ সময় বক্তব্য রাখেন- ঢাকাস্থ ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলর সৈয়দ মুসা হোসাইনি, উপউপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কলা অনুষদের ডিন প্রফেসর এফএমএএইচ তাকী।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ