ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

ফরিদপুর: ফরিদপুর সদরের শোভারামপুরে রেললাইন অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে অটোরিকশা চালক বাবু মোল্লা (৪২) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী আহত হয়েছেন।

রোববার (২২ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে সদর উপজেলার শোভারামপুর এলাকার জ্ঞানদিয়া রেলসেতুর কাছে এই দ‍ুর্ঘটনা ঘটে।

নিহত বাবু মোল্লা গোপালপুর ইউনিয়নের লক্ষ্মীদাসের হাট গ্রামের হাকিম উদ্দিনের ছেলে।

আহতরা হলেন, একই এলাকার কাবুল হোসেন, আখলিমা ও সবুজ। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইন অতিক্রম করার সময় অটোরিকশ‍াকে রাজবাড়ী থেকে ফরিদপুরগামী একটি ট্রেন ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক ছিটকে রেল লাইনের ওপর পড়ে ট্রেনে কাটা পড়ে মারা যান। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি রাস্তার পাশে খাদে পড়লে তিন যাত্রী আহত হন।

রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
আরআর/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।