ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধু মেলা উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধু মেলা উদ্বোধন সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধু মেলা উদ্বোধন-ছবি: বাংলানিউজ

যশোর: মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধু মেলা শুরু হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় মধু মঞ্চে সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর-৬ (কেশবপুর) জনপ্রশাসন মন্ত্রী ইসমাত আরা সাদেক।

যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, যশোর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আহমেদ কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বুলু, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তপন কুমার ঘোষ, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম পিটু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক দেবাশীষ আইচ।

স্বাগত বক্তব্য রাখেন- যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পারভেজ হাসান। অনুষ্ঠানে উপস্থাপনা করেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুসার দাস।

মেলায় প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দেশ বরেণ্য খাতিম্যান ব্যক্তিরা আলোচনায় অংশ নেবেন।

এছাড়াও মেলা প্রাঙ্গণে কয়েকশ’ স্টল রয়েছে। হাজারো দর্শনার্থীর সমাগম ঘটবে এ মেলায়। মহাকবির জন্মবার্ষিকী ২৫ জানুয়ারি হলেও এসএসসি পরীক্ষার কারণে চার দিন আগে মেলা শুরু করা হয়েছে বলে জানান আয়োজকরা। ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে এ মেলা।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
ইউজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad