ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইজিবাইক চালকদের দু’পক্ষের সংঘর্ষে আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
ইজিবাইক চালকদের দু’পক্ষের সংঘর্ষে আহত ৬

নাটোর: নাটোরের বাগতিপাড়া উপজেলায় ইজিবাইক (অটো) চালকদের দু’পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন অটোচালক আহত হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তমালতলা ও কাকফো বাজার এলাকার অটো চালকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন-কাফকো এলাকার আনোয়ার হোসেন (২৭), মিজান (২৫), নাজিম উদ্দিন (১৮), তমালতলা এলাকার জামিল (৩১), কায়ুমুদ্দিন (৪০) ও রশিদ (৩০)।

এ ঘটনার বিরোধ মেটাতে গিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের লোকজনও লাঞ্ছিত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ ঘটনার পর থেকে তমালতলা-তেবাড়িয়া সড়কে ইজিবাইক  চলাচল কয়েক ঘণ্টা বন্ধ থাকে।


বাগাতিপাড়া থানার উপ পরিদর্শক (এসআই) আহছানুল কবীর বাংলানিউজকে জানান, ১১ জানুয়ারি থেকে বাগাতিপাড়া উপজেলার ইজিবাইক চালকদের নাটোর শহরে প্রবেশে বাধা দেয় নাটোর শহরের চালকরা।

এরপর থেকে বাগাতিপাড়ার কোন ইজিবাইক চালক তমালতলা-তেবাড়িয়া সড়কের নাটোর-বাগাতিপাড়া উপজেলার সীমান্তবর্তী কাকফো বাজার অতিক্রম করেননি। বরং তারা ওই বাজারেই অস্থায়ী স্ট্যান্ড স্থাপন করে বাগাতিপাড়ার বিভিন্ন এলাকা থেকে কাকফো বাজার পর্যন্ত গাড়ি চালিয়ে আসছিলেন।

এ সিদ্ধান্ত অমান্য করে তমালতলা এলাকার এক চালক ওই স্ট্যান্ড অতিক্রম করার সময় কাফকো এলাকার চালকরা তাকে বাধা দিলে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে তা তমালতলা এলাকায়ও ছড়িয়ে পড়ে। এসময় দু’পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনায় ৬ জন  আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

পরে বাগাতিপাড়া সদর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান তমালতলা বাজারে গিয়ে বিরোধ মিমাংসার চেষ্টা করেন। এসময় চেয়ারম্যানের সঙ্গে থাকা ৬ নম্বর কাকফো ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলামসহ মোহন, সোহেল, শামীম রেজা, আসলামকে লাঞ্ছিত করেন বিক্ষুব্ধ চালকরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত করে। তবে এ ঘটনার পর থেকে তমালতলা-তেবাড়িয়া সড়কে অটো চলাচল বন্ধ হয়ে যায়।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।