ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোববার আখেরি মোনাজাত

মো. রাজীব সরকার, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
রোববার আখেরি মোনাজাত বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিরা/ছবি: জিএম মুজিবুর

গাজীপুর: টঙ্গীর তুরাগ পাড়ে তাবলিগ জামাত আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত রোববার (২২ জানুয়ারি)। আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এবছরের বিশ্ব ইজতেমা।

শুক্রবার (২০ জানুয়ারি) বাদ ফজর আমবয়ানে শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্ব। এর আগে গত ১৩ জানুয়ারি শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

শেষ হয় ১৫ জানুয়ারি।

আখেরি মোনাজাতে অংশ নিতে দূরদুরান্ত থেকে আগে-ভাগেই তাবলিগ জামাতের সঙ্গে ইজতেমা ময়দানে শামিয়ানার নিচে অবস্থান নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ।

রোববার ভোর থেকে আখেরি মোনাজাতে শরিক হতে বিভিন্ন যানবাহন, নৌকা ও হেঁটে ইজতেমা ময়দানে আসবে নলাখ লাখ মুসল্লি।

আড়াই দিনের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান। কড়া নিরাপত্তায় চলছে বয়ান। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় শিশু-কিশোর, তরুণ, যুবক-বৃদ্ধসহ সব বয়সী মুসল্লি দু’হাত তুলবেন আল্লাহর দরবারে।

এবছর বিশ্ব ইজতেমায় দেশের ৩৩টি জেলার মুসল্লিরা দুই ধাপে অংশ নিয়েছেন। তাদের পাশাপাশি বিদেশি কয়েক হাজার মুসল্লিও মিলিত হন তুরাগ পাড়ে বিশ্ব ইজতেমা ময়দানে। আখেরি মোনাজাতের পর ইসলাম প্রচারে মুসল্লিরা ছড়িয়ে পড়বেন সারা বিশ্বে।

বাংলাদেশ সময়: ০৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
আরএস/এএ

**
বয়ান শুনে কাটছে মুসল্লিদের দ্বিতীয় দিন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad