ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে নবজাতক ও এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
রাজধানীতে নবজাতক ও এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর পল্লবী এলাকায় সড়ক দ‍ুর্ঘটনায় মিল্টন বাড়ৈ (৩৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে ময়নাতদন্তের জন্য ওই ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিনগত রাত আড়াইটায় পল্লবীর ১১ নম্বর সেকশনে রূপালী ব্যাংকের সামনে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, মিল্টন উত্তর কাফরুল এলাকায় বসবাস করতেন।

গত রাতে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে মিরপুরে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, কে বা কারা সদ্য জন্ম নেওয়া কন্যা শিশুর মরদেহটি রাস্তায় ফেলে যায়। স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে শুক্রবার (২০ জানুয়ারি) ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এজেডএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।