ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাংস্কৃতিক পরিশীলন ছাড়া অর্থনৈতিক উন্নয়ন টেকসই হয় না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
সাংস্কৃতিক পরিশীলন ছাড়া অর্থনৈতিক উন্নয়ন টেকসই হয় না আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার-২০১৫/ছবি: জি এম মুজিবুর

ঢাকা: সাংস্কৃতিক পরিশীলন ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন টেকসই হয় না বলে মন্তব্য করেছেন আইএফআইসি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ম্যানিজিং ডিরেক্টর শাহ এ সারওয়ার।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে রাজধানীর আইএফআইসি ব্যাংক ভবনের আয়োজিত ‘সাহিত্য পুরুস্কার-২০১৫’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শাহ এ সারওয়ার বলেন, একটি সমাজ গড়তে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সাংস্কৃতিক পরিশীলন প্রয়োজন।

তা না হলে অর্থনীতি টেকসই উন্নয়ন সম্ভব নয়। সে চিন্তা থেকে আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরুস্কার দিয়ে আসছে এবং বাংলা একাডেমির সঙ্গে সম্পৃক্ত রয়েছে।

তাছাড়া একটি সমাজকে গড়তে হলে আলোকিত মানুষ প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

এসময় উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ও বিশিষ্ট কবি কামাল চৌধুরী, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান এবং ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
ওএফ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।