ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধুনটে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
ধুনটে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাবার তৈরি ও ট্রেড লাইসেন্স না থাকায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ ইব্রাহীম এ আদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে ধুনট শহরে রাহাত হোটেলের মালিক শাহজাহান আলীকে ১০ হাজার টাকা, এলাঙ্গী বাজারের ট্রেড লাইসেন্স বিহীন হার্ডওয়ারের দোকানের মালিক আব্দুল মান্নানকে ৫০০ টাকা এবং নলডাঙ্গা বাজার এলাকার পাউরুটি তৈরির কারখানার মালিক আবুল কালামকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

ধুনটের ইউএনও’র অফিসের অফিস সহকারী চন্দন কুমার বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।