ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে দুই হোটেল মালিক ও কসাইকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
কিশোরগঞ্জে দুই হোটেল মালিক ও কসাইকে জরিমানা

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে দুই হোটেল মালিক ও এক কসাইকে জরিমানা করেছেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আফসানা পারভীন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান কিশোরগঞ্জ বাজারস্থ আজিজুল হোটেলের মালিককে ছয় হাজার টাকা, ঢাকা হোটেলে ময়লা তেলে খাবার রান্নার দায়ে মালিক মিজানুর রহমানকে আট হাজার টাকা এবং বাটখারার ওজন কম থাকায় একই বাজারের মাংস বিক্রেতা কসাই মোজাম্মেল হককে ৫০০ টাকাসহ সর্বমোট ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এদিকে, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতরের এই অভিযানের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) থেকে কিশোরগঞ্জ বাজারস্থ সকল হোটেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কিশোরগঞ্জ হোটেল-মালিক শ্রমিক সংগঠন।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।