ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দাগনভূঞায় মাদক ব্যবসার দায়ে নারীর ২ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
দাগনভূঞায় মাদক ব্যবসার দায়ে নারীর ২ বছরের কারাদণ্ড

ফেনী: ফেনীর দাগনভূঞা উপজেলায় মাদক ব্যবসার দায়ে তাজ নাহার (৩২) নামে এক ওয়ার্ড মহিলা যুবলীগ নেত্রীকে দু’বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম ভূঞা এ আদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত তাজ নাহার উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের লোকমান হোসেনের স্ত্রী।

ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইকবালুর রহমান বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে দাগনভূঞার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন তাজ নাহার ও তার সহযোগিরা।

খবর পেয়ে বিকেলে পশ্চিম রামচন্দ্রপুর গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর কর্মকর্তারা। এসময় এক কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করায় বিচারক এ আদেশ দেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বাংলানিউজকে জানান, দণ্ডাদেশপ্রাপ্ত তাজ নাহারকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।