ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়া দিনব্যাপী পিঠামেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
বগুড়া দিনব্যাপী পিঠামেলা পিঠামেলা/ছবি: আরিফ জাহান-বাংলানিউজ

বগুড়া: গ্রাম বাংলার আবহমান সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া ও সৃজনশীলতার লক্ষে দিনব্যাপী পিঠামেলার আয়োজন করেছে বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে কলেজ প্রাঙ্গণে এ পিঠামেলার আয়োজন করা হয়।

স্কুলের প্রধান শিক্ষক মো. আল মামুন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুফিয়া নাজিম বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।

 
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সরকার, বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দ, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন, বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহা. মুস্তাফিজুর রহমান, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ শংকর ভট্টাচার্য।
 
মেলায় ছয়টি স্টলে ভাপা, দুধ চিতই, পাটি সাপটা, ডাল পুলি, সাদা চিতই, নারিকেল পুলি, চন্দন, পানিতোয়া, গোকুল, ফুলঝুড়ি, বিবিখানা, গোপাল, লাচ্ছা সেমাইয়ের লাড্ডু, নকশি, সবজি কুলিসহ তেলে ভাঁজা নানান ধরনের মজাদার মুখরোচক পিঠা স্থান পায়।
 
দিনব্যাপী শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের পদচারণায় মুখরিত ছিল পিঠামেলা প্রাঙ্গণ।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এমবিএইচ/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।