ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পঞ্চগড়ে চার ফার্মেসি মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
পঞ্চগড়ে চার ফার্মেসি মালিককে জরিমানা

পঞ্চগড়: পঞ্চগড় বাজারে অভিযান চালিয়ে চার ফার্মেসি মালিককে তিন লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মেয়াদোত্তীর্ণ, অবৈধ ও ডিএআর নম্বর বিহীন ওষুধ রাখায় দায়ে এ জরিমানা করা হয়।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদরের ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান এ জরিমানা করেন।

অভিযানে পঞ্চগড় বাজারের সাজু ড্রাগ হাউজের মালিককে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে তিনমাসের কারাদণ্ডাদেশ, সাহেরা ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে মালিককে তিনমাসের কারাদণ্ডাদেশ, সাজু ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে মালিককে তিনমাসের কারাদণ্ডাদেশ ও ইসলাম ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

অভিযানে র‌্যাব-১৩ নীলফামারীর কোম্পানি কমান্ডার মেজর খুরশিদ আনোয়ার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।