ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় অবৈধ ইটভাটা উচ্ছেদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
আশুলিয়ায় অবৈধ ইটভাটা উচ্ছেদ

আশুলিয়া (সাভার): আশুলিয়ার বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় উচ্ছেদ অভিযান চালিয়েছে পরিবেশ মন্ত্রণালয়।

এসময় পরিবেশগত কোনো ছাড়পত্র না থাকায় চারটি ইটভাটার চিমনিসহ বিভিন্ন সরঞ্জাম ভেঙে দেওয়া হয়।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১১টা থেকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তরের চেয়ারম্যান মো. আলমগীর বাংলানিউজকে জানান, পরিবেশ দূষণ ও বৈধ কাগজপত্র না থাকায় চারটি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে।

পরে ইটভাটা মালিকদের নোটিশ দিয়ে ডাকা হবে।

তিনি আরো জানান, অভিযানের সময় ইটভাটার চিমনি, কয়েক লাখ কাঁচা ইট, ইট তৈরির সরঞ্জাম ও ইট পোড়ানোর চুল্লি ভেঙে দেওয়া হয়। অবৈধভাবে ইট উৎপাদন করে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।