ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বরিশালে দুই ইটভাটাকে জরিমানা, একজনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
বরিশালে দুই ইটভাটাকে জরিমানা, একজনের কারাদণ্ড

বরিশাল: বরিশালে দুই ইটভাটাকে প্রায় দুই লাখ টাকা জরিমানা এবং আরেক ইটাভাটা মালিককে এক মাসের কারাদণ্ডাদশে দেওয়া হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর বরিশাল সদর উপজেলায় হিজলতলা এলাকায় এ পরিচালন‍া করা হয়।

অভিযানে সঞ্জিব কুমার দাসের মেসার্স দোলা ব্রিকসকে (ড্রাম চিমনির ইটভাটা) ৯০ হাজার টাকা এবং আ. রহিমের মেসার্স এম আর বি ব্রিকসকে (১২০ ফুট চিমনির ইটভাটা) ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, মেসার্স এম এইচ বি ব্রিকসে (জিগজ্যাগ ইটভাটা) অভিযান চালিয়ে প্রোপাইটর আ. রব হাওলাদারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতিত ইট উৎপাদন করায় ৪নং ধারায় ইটভাটাগুলোকে জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আনজুমান নেছা ভ্রাম্যমাণ আদালতে সহায়তা করেন।
 
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।