ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাগেশ্বরীতে পলাতক ৬ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
নাগেশ্বরীতে পলাতক ৬ আসামি গ্রেফতার

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক ছয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিনগত রাত থেকে বুধবার (১৮ জানুয়ারি) সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার দিনগত রাতে উপজেলার নেওয়াশী ইউনিয়নের গোবর্ধনকুটি মোল্লাপাড়া থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইয়াবা ব্যবসায়ী শফিকুল ইসলামকে (৪৬) গ্রেফতার করা হয়।

এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কালীগঞ্জ চৌকিদারপাড়ার রিয়াজুল ইসলাম (৪৫), পৌর এলাকার কুটি বাগডাঙ্গা গ্রামের জাফর আলী (৬০), সন্তোষপুর গোপালপুর উত্তমখানার আব্দুল মালেক (৩০), মাহবুবুল ইসলাম (২৫) ও আব্দুল গণিকে (৪০) গ্রেফতার করা হয়েছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজালুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
আরবি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।