ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নেত্রকোনায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
নেত্রকোনায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

নেত্রকোনা: নেত্রকোনায় কায়েশ চৌধুরী (৩৫) নামে এক কৃষক হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই রায়ে যাবজ্জীবন দণ্ডাদেশ প্রাপ্তদের পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই মামলায় খালাস দেওয়া হয়েছে ২৬ জনকে।

 

বুধবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন-গোলাম ফারুক তানভীর, হাবিবুর রহমান খসরু ও তার ভাই কামরুজ্জামান কামরু।

এদের মধ্যে খসরু পলাতক।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ সাইফুর রহমান বাংলানিউজকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৪ সালের ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টার দিকে কায়েশকে কুপিয়ে হত্যা করা হয়।

দু’দিন পর কায়েশের ভাই মানিক চৌধুরী বাদী হয়ে মোহনগঞ্জ থানায় ৪৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৬০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শেষে একই বছরের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন। ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার এ রায় দেন বিচারক।

আসামিপক্ষে মামলা পরিচালনা করছেন আইনজীবী পীযুষ কুমার সাহা, শামছুদ্দিন ইলিয়াস ও রাসেল আহম্মদ খান।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।